আমার সম্পর্কে
বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন অলইতলী- কাতিয়া গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন।
প্রাথমিক শিক্ষা
সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ ‘জামেয়া দারুল উলূম অলইতলী ও কাতিয়া’ মাদরাসায় অত্যান্ত সুনামের সাথে মক্তব আউওয়াল(ক্লাস ওয়ান) থেকে মুতাওয়াসসিতাহ ৪র্থ বর্ষ (ক্লাস নাইন, এবং তখনকার এসএসসি সমমান) পর্যন্ত অধ্যায়ন করেন। ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষে আযান দ্বীনি এদ্বারায়ে তা’লিম বাংলাদেশ বোর্ডের অধীনে মুতাওয়াসসিতাহ জামাতে বার্ষিক ফাইনাল পরীক্ষায় মুমতাজ তথা A+ অর্জন করেন।
২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে তিনি জামেয়া কাসিমূল উলূম দরগাহ মাদরাসায় ছানোবিয়্যাহ ১ম বর্ষে (দশম ক্লাস) ভর্তি হন। এবং অত্র জামেয়ায় ছানোবিয়্যাহ (দশম ক্লাস) ১ম বর্ষ (২০০৪-২০০৫ শিক্ষাবর্ষ) থেকে তাকমিল ফিল হাদীস (২০০৯-২০১০ শিক্ষাবর্ষ) পর্যন্ত অধ্যায়ন করেন।অতঃপর অত্র জামেয়ায়-ই দুই বৎসর মেয়াদি ‘তাখাচ্ছুস ফিল ফিকহি ওয়াল ইফতা’ (২০১১-২০১২ শিক্ষা বর্ষ) কোর্স সমাপ্ত করেন।
কর্ম জীবন
তিনি ২০১২-২০১৩ শিক্ষা বর্ষে, ঢাকা উত্তর রানাপিং আরাবিয়্যাহ গোলাপগঞ্জ’ মাদরাসায় মুহাদ্দিস হিসেবে
নিয়োগপ্রাপ্ত হন। এবং এখানেই তার শিক্ষকতার জীবনের সূচনা ঘটে। অতঃপর ২০১৩-২০১৪ এবং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে জামেয়া হুসাইনিয়া মতিনিয়া হেতিমগঞ্জ মাদরাসায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষ থেকে কোভিড-১৯ এর পূর্ব পর্যন্ত মুহাদ্দিস ও মুফতী হিসেবে দায়িত্বরত ছিলেন, জ্বালালপুর ক্বাসিমূল উলূম মাদরাসা,জগন্নাথপুর, সুনামগঞ্জ। এবং তখন থেকে ইমাম ও খতিব হিসেবে দায়িত্বরত আছেন, পল্লীগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদ,জগন্নাথপুর, সুনামগঞ্জ এ। বর্তমানে হালদিকা মহিলা মাদরাসায় শায়খুল হাদীস হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও তিনি ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ’ এর পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
২০১৯ থেকে এযাবৎ তিনি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ অনলাইন মাদরাসা IOM(islamic online madrasa) এ দারুল ইফতা বিভাগের প্রধান মুফতি ও খন্ডকালিন শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন। তাহার ফাতাওয়া অনুশীলন IOMএর অফিসিয়াল দারুল ইফতা সাইট www.ifatwa.info এ লিপিবদ্ধ রয়েছে।